Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
On 18/02/2025, a mobile court was operated by a joint initiative of BSTI, Comilla and Upazila Administration, Shahrasti, Chandpur.
Details


শাহরাস্তি, চাঁদপুরে তেলের পাম্প এবং সরিষার তেলের মিলে অনিয়ম। বিএসটিআইয়ের অভিযানে মোট ৭০,০০০/- টাকা জরিমানা
তারিখ: ১৮/০২/২০২৫ খ্রি.
সময়: ১৫:০০ ঘটিকা হতে ১৮:০০ ঘটিকা
.
অদ্য ১৮/০২/২০২৫ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, শাহরাস্তি, চাঁদপুর এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-
১। ঠাকুরবাজার, শাহরাস্তি,চাঁদপুরে অবস্থিত মেসার্স আলতাফ অয়েল মিল এবং মেসার্স সাহা অয়েল মিল প্রতিষ্ঠান দু'টিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে সরিষার তেল প্রস্তুত করায় এবং সরিষার তেলের মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত তেলের সঠিক পরিমাপ নিশ্চিত না করে বিক্রয়, বিতরণ করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮" অনুযায়ী ১০,০০০/- করে মোট ২০,০০০ (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
.
২। কাজী ফিলিং স্টেশন, ওয়ারুক বাজার, শাহরাস্তি, চাঁদপুর প্রতিষ্ঠানটির ০১ টি অকটেন এবং ০২ টি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৯৬০ মি.লি., ৭৭০ মি.লি, এবং ৭৬০ মি.লি তেল কম প্রদান করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮" অনুযায়ী ৫০,০০০ (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
উক্ত ভ্রাম্যমাণ আদালত শাহরাস্তি উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নিরুপম মজুমদার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা প্রকৌ: আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে

Publish Date
19/02/2025
Archieve Date
24/04/2025