Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
On 12.02.2025, a special mobile court drive was conducted in BSCIC Industrial City, Comilla district, under the joint initiative of District Administration, Comilla and BSTI District Office, Comilla.
Details

আসন্ন মাহে রমজান উপলক্ষে সফট ড্রিংকস পাউডার উৎপাদনকারী কারখানায় কুমিল্লা বিএসটিআই এর  বিশেষ মোবাইল কোর্ট অভিযান

আসন্ন মাহে রমজান উপলক্ষে বাজার তদারকের অংশ হিসেবে বিএসটিআই এর মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক অদ্য ১২.০২.২০২৫ তারিখে জেলা প্রশাসন, কুমিল্লা ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লা জেলার বিসিক শিল্পনগরীতে একটি বিশেষ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।

উক্ত মোবাইল কোর্ট অভিযানে মেসার্স জান্নাতুল ফুড প্রোডাক্টস, বিসিক, কুমিল্লা এর উৎপাদিত সফট ড্রিংকস পাউডার ও চিপস পণ্য বিএসটিআই হতে মান সনদ গ্রহণ না করে বিএসটিআই লোগো ব্যবহার করে বিক্রি বিতরণ করায় বিএসটিআই আইন' ২০১৮ এর ১৫/২৭ ধারা মোতাবেক ২৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

https://comillamail.com/article/1890/details


আবদুল্লাহ আল নুর আশেক , সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , জেলা প্রশাসন, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব , ইকবাল আহাম্মদ,ফিল্ড অফিসার (সিএম) জনাব আরিফ উদ্দীন প্রিয় পরিদর্শক (মেট)।

জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে

Images
Attachments
Publish Date
19/02/2025
Archieve Date
24/04/2025