★★ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ১টি খোলা জ্বালানী তেল বিক্রয় প্রতিষ্ঠান ও ১টি ফিলিং স্টেশনে বিএসটিআইয়ের মোবাইল কোর্টের মাধ্যমে মোট ২৫,০০০/- জরিমানা★★
.
অদ্য ২৯/০২/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়ার যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-
.
১। মেসার্স সিয়াম এন্টারপ্রাইজ, বিওসি গেট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া; প্রতিষ্ঠানটি ৫ লিটারের মেজার দ্বারা জ্বালানী তেল বিক্রয়ের সময় ৫০ মি.লি. কম প্রদান করায় 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৬ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয় এবং
২। মেসার্স চিশতি ফিলিং সেন্টার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া; প্রতিষ্ঠানটির ১টি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তেল পরিমাপে প্রতি ৫ লিটারে ১২০ মি.লি. কম প্রদান করায় একই ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত জনাব কাজী তাহমিনা সারমিন, সহকারী কমিশনার(ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
.
উল্লেখ্য যে, ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে অপরাহ্নে হিগো-মির জয়েন্ট ভেঞ্চার, শাহবাজপুর, সরাইল, ব্রাহ্মণবাড়িয়া এর চার ক্যাটাগরির ইলেকট্রনিক স্কেলের বাৎসরিক ভেরিফিকেশন সম্পন্ন করা হয় এবং প্রতিষ্ঠানটির ব্যবহৃত দুইটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংকের ক্যালিব্রেশন বিএসটিআই হতে দ্রুত সম্পন্ন করার পরামর্শ দেয়া হয়
এবং
মাগরিবের নামাজের পর মেসার্স আর.কে ফিড এন্ড পোল্ট্রি লিমিটেড, মকিমপুর, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এর ১টি ৮০ মেট্রিক টন ধারণক্ষমতার ইলেকট্রনিক ওয়েব্রীজ স্কেল সহ ছোট-বড় আরও ৮টি স্কেলের ভেরিফিকেশন কার্যক্রম সম্পন্ন করা হয়। উক্ত ভেরিফিকেশন কার্যক্রমটি সম্পাদনা করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস