বিএসটিআই, কুমিল্লা
মোবাইল কোর্ট
(পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ)
অদ্য ২৮.১২.২০২৩ তারিখে উপজেলা প্রশাসন, শাহরাস্তি ,চাঁদপুর ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর উদ্যোগে চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে —
১। বিএসটিআই এর মান সনদ গ্রহণ ব্যতীত ফার্মেন্টেড মিল্ক ও সুইটমিট পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স ফিউচার সুইটস, দোয়াভাঙ্গা, শাহরাস্তি, চাঁদপুর এর বিরুদ্ধে বিএসটিআই আইন -২০১৮ এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২। বিএসটিআই এর মান সম্মান গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যবহার করে বিস্কুট ও ব্রেড পণ্য উৎপাদন ও বিক্রয় করায় মেসার্স বিসমিল্লাহ বেকারি, ওয়ারুক , শাহরাস্তি, চাঁদপুর এর বিরুদ্ধে বিএসটিআই আইন- ২০১৮ এ অভিযোগ দাখিল করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিযোগ আমলে নিয়ে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
শাহরাস্তি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ ইয়াসির আরাফাত এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস