অদ্য ২৮.০২.২০২৪ খ্রি. তারিখে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে –
আবেদন সংগ্রহ-
১। মেসার্স জিদনি নুসরাত স্টার ব্রিক্স , সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ।
২। মেসার্স জিদনি নুসরাত ব্রিক্স -২ ,সুবিদপুর, ফরিদগঞ্জ, চাঁদপুর ।
বিএসটিআই মান সনদ গ্রহণের পরামর্শ প্রদান-
১। মায়া বেকারি, মনতলা বাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর ।
২। লতিফা অটো ব্রিকস, কচুয়া, চাঁদপুর।
৩। অনি ব্রিক্স, হাজীগঞ্জ চাঁদপুর।
৪। রনি ব্রিক্স -২, হাজীগঞ্জ চাঁদপুর।
৫। সেলিম ব্রিক্স, হাজীগঞ্জ চাঁদপুর।
৬। AKD ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
৭। ABM ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
৮। দিলদার ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
৯। মহসিন ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১০। নাফিসা ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১১। মুন ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১২। মামুন ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১৩। তালুকদার ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।।
১৪। বাগপুর ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১৫ । কামতা বাজার ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১৬। মশিউর রহমান ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১৭। মুন্সীরহাট ব্রিক্স, ফরিদগঞ্জ ,চাঁদপুর।
১৮। বিএসটিআই পরীক্ষাগারে গুণগত মান পরীক্ষণের নিমিত্তে বাজার হতে বিভিন্ন ব্র্যান্ডের ভোজ্য তেল ও লবণ ক্রয় করা হয়।
অভিযানটি বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল , ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস