মোবাইল কোর্ট (পণ্যের মান নিয়ন্ত্রণ ) অদ্য ২৮-০৮-২০২৩ খ্রিস্টাব্দ তারিখে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার চকবাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত মোবাইল কোর্টে চকবাজার তেরি পট্টির মৈত্রী টাওয়ার ২য় তলার একটি গোডাউনে অভিযান কালে দেখা যায় যে, মেসার্স ফাস্ট ফুড ( এইচ বিডি) ইন্ডা. প্রাইভেট লিমিটেড, আফুরিয়া, সদর, পাবনা কর্তৃক উৎপাদিত ফাস্ট ব্রান্ডের ফ্র্রট সিরাপ, ম্যাঙ্গো ফ্লেভার ড্রিংকস, লিচি ড্রিংকস বিক্রির উদ্দেশ্য মজুদ রয়েছে। উল্লিখিত পণ্যসমূহের অনুকূলে কোন সিএম লাইসেন্স নেই। অভিযান কালে গোডাউনের মালিক জনাব সুভাস পাল পলাতক থাকায় তালা ভেঙ্গে ৮২৬ কার্টুন ফ্রুট সিরাপ, ৩০ কার্টুন ম্যাঙ্গ ফ্লেভার ফ্লেভার ড্রিংকস ও ১৭ কার্টুন লিচ ড্রিংকস জব্দ করা হয় এবং জনস্বাস্থ্য বিবেচনা করে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী গোডাউনটি সীলগালা করা হয়।
উল্লেখ্য গত ২২-০৩-২০২২ খ্রি: তারিখে প্রতিষ্ঠানটির উৎপাদিত ফ্রুট সিরাপ পণ্যের লাইসেন্স বাতিল করা হয়েছিল।
উক্ত মোবাইল কোর্টটি জনাব দেবাশীস অধিকারী, সহকারী কসিশনার, জলা প্রশাসন, কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব নিখিল রায় ও জনাব ইকবাল আহাম্মদ , ফিল্ড অফিসার (সিএম) দ্বায়িত্ব পালন করেন। জনস্বর্থে এধরনের অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস