বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা
অদ্য ২৬.০২.২৪ খ্রি তারিখে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ(ক্যাব), চাঁদপুর জেলা শাখা কর্তৃক বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ কামরুল হাসান স্যার। অন্যান্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্), বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ /কর্মকর্তাবৃন্দসহ, চাঁদপুর চেম্বার অফ কমার্সের পরিচালক বৃন্দ এবং চাঁদপুরের নানা ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় উপস্থিত থেকে চাঁদপুর জেলায় খাদ্যের গুণগত মান নিয়ন্ত্রণ ও খাদ্যে ভেজাল প্রতিরোধে বিএসটিআই, কুমিল্লা অফিসের সার্বিক কর্মকান্ডের চিত্র তুলে ধরেন বিএসটিআই, কুমিল্লা অফিসার কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)। জনস্বার্থে বিএসটিআই এর ভেজাল বিরোধী এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে মর্মে অঙ্গীকার করে এ বিষয়ে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
সুদূর কুমিল্লা থেকে এসে উক্ত মতবিনিময় সভায় অংশগ্রহণের জন্য ক্যাব, চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে বিএসটিআইয়ের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস