মোবাইল কোর্ট
(পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ)
জেলা প্রশাসন কুমিল্লা ও বিএসটিআই কুমিল্লা এর সমন্বয়ে ২৬/০৬/২০২৪ খ্রিঃ তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশনের ইপিজেড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার কসমেটিক দোকানে ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিম এর বিষয়ে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। উল্লেখ্য ০১/০৪/২০২৪ খ্রিঃ তারিখে এই দোকান সমূহে একটি সচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয় এবং বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্কিন ক্রিম সমূহের তালিকা, ক্ষতির কারণ ও নেতিবাচক প্রভাব সংবলিত লিফটেট বিতরণ করার পাশাপাশি দোকান সমূহে এসম্পর্কিত স্টিকার লাগানো হয়। অতঃপর আজকের অভিযানে হোয়াইট হাউজ মার্কেট, পদুয়ার বাজার বিশ্বরোড এর নিউ দুবাই কসমেটিক, গীতাঞ্জলী কসমেটিক এবং তুবা কসমেটিক নামক দোকান সমূহে উক্ত ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিমসমূহ বিক্রি করতে দেখা যায়। নিষিদ্ধঘোষিত ক্ষতিকারক ত্বক ফর্সাকারী স্কিনক্রিম বিক্রির অপরাধে বিএসটিআই আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় তুবা কসমেটিককে ২৫,০০০/-, এবং নিউ দুবাই কসমেটিক ও গীতাঞ্জলী কসমেটিক প্রত্যেককে ১০,০০০/- টাকা সহ সর্বমোট ৪৫,০০০/- অর্থদন্ড প্রদান করা হয়। মোবাইলকোর্ট পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব শ্রী রতন কুমার দত্ত। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম), জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট)।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস