অদ্য ২৬-০৭-২০২৩ খ্রি. তারিখে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।
উক্ত অভিযানে মেসার্স আসিফ মৌলী এন্টারপ্রাইজ, বাগুর, চান্দিনা, দেবীদ্বার নামক প্রতিষ্ঠান কর্তৃক উৎপাদিত মশার কয়েল পণ্যের সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রয় বিতরণ করায় কারখানাটি সীলগালা করা হয়। উল্লেখ্য বিগত সময়ে দুই বার প্রতিষ্ঠানিটকে সতর্ক করা হয়েছিল এবং প্রতিষ্ঠানটি নন জুডিশিয়াল স্ট্যাম্পে পণ্য বিক্রি/বিতরণ হতে বিরত থাকার অঙ্গীকার নামা প্রদান করে।
উক্ত অভিযানটি বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব শাহাদাত হোসেন, সহকারী পরিচালক (সিএম) এর নেতৃত্বে এবং জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এর অংশগ্রহণে পরিচালিত হয়। উক্ত অভিযানে সার্বিক সহযোগিতা করেন দেবীদ্বার থানা পুলিশ।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস