অদ্য ২৫/০৯/২০২৪ খ্রিঃ তারিখে কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় সার্ভিল্যান্স অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে
১। মেসার্স ইউনি প্রাইম কনজ্যুমার ফুড, বিজরা বাজার, লাকসাম, কুমিল্লা এর কারখানা পরিদর্শন করা হয় এবং মানসম্মত ফোর্টিফাইড সয়াবিন তেল উৎপাদনের জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়। প্রতিষ্ঠানের প্রতিনিধির উপস্থিতিতে লাকসাম বাজার হতে গুনগত মান যাচাই করার জন্য ফোর্টিফাইড সয়াবিন তেলের নমুনা ক্রয় করা হয়
২। মেসার্স আনন্দ সুইটস এন্ড বেকারী, রাজঘাট, লাকসাম, কুমিল্লা
৩। মেসার্স বিসমিল্লাহ সুইটস এন্ড বেকারী, রাজঘাট, লাকসাম কুমিল্লা
৪।আদর্শ বেকারী ফুড এন্ড ইন্ডাস্ট্রিজ, , রাজঘাট, লাকসাম, কুমিল্লা
৫।মেসার্স আল মদিনা সুইটস এন্ড বেকারী, রাজঘাট, লাকসাম , কুমিল্লা
৬। মদিনা ডেটস এণ্ড ফ্রুটস, দৌলতগঞ্জ, লাকসাম, কুমিল্লা
৭। প্রিয় ফুড প্রোডাক্ট, লাকসাম, কুমিল্লা
প্রতিষ্ঠানগুলোকে তাদের সুইটমিট এবং ফার্মেন্টেড মিল্ক পন্যসহ বিএসটিআই এর অন্যান্য যেসব বাধ্যতামূলক পণ্য রয়েছে সেগুলোর জন্য বিএসটিআই হতে মান সনদ এবং পণ্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত সার্ভিল্যান্স অভিযানে অংশগ্রহণ করেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা, জনাব ইকবাল আহাম্মেদ, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব মো: হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস