✪✪✪বিএসটিআই, কুমিল্লা✪✪✪
সার্ভিল্যান্স অভিযান
(পন্য মোড়কজাত নিবন্ধন সনদ সংক্রান্ত )
১. এম এস ফ্লাওয়ার মিল্স, বেগমাবাদ, জাফরগঞ্জ, দেবিদ্বার কুমিল্লা
2. চাঁদের আলো অটো রাইস মিল, পারুয়ারা, বুড়িচং, কুমিল্লা
3. ফেমাস অটো রাইস মিল, রামপুর, বুড়িচং, কুমিল্লা
4. হাবিব অ্যান্ড রফিক অটো রাইস মিল, দয়ারামপুর, বুড়িচং, কুমিল্লা
5. আব্দুল মান্নান ভূইয়া অটো রাইস মিল, রামপুর, বুড়িচং, কুমিল্লা
উক্ত প্রতিষ্ঠানগুলোকে পণ্য মোড়ক জাত নিবন্ধন সনদ গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোহাম্মদ আবু শিহাব ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি), জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
জনস্বার্থে বিএসটিআই এর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস