★★ বিএসটিআই, কুমিল্লা★★
★ভ্রাম্যমাণ আদালত★ জরিমানা- ৪০,০০০/- ★
.
অদ্য ২৪/০৪/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, মনোহরগঞ্জ, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-
১। ক্যাফে মক্কা রেস্তোরা, বিপুলাসার বাজার, মনোহরগঞ্জ, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক (মিষ্টি দই) পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪১ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
২। ভাই ভাই আদর্শ স্বর্ণ শিল্পালয়, নাথের পেটুয়া, মনোহরগঞ্জ, কুমিল্লা ও
৩। অনামিকা শিল্পালয়, বিপুলাসার বাজার, মনোহরগঞ্জ, কুমিল্লা; প্রতিষ্ঠানদ্বয়কে পুরাতন পদ্ধতির একক ভরিতে ক্রয় বিক্রয় করায় প্রতি প্রতিষ্ঠানকে ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৫ ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা) করে মোট ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, মনোহরগঞ্জ, কুমিল্লা জনাব উজালা রানী চাকমা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ লুৎফর রহমান, পরিদর্শক (মেট্রোলজি)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস