অদ্য ২৩.০১.২০২৫ তারিখে উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া ও বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর যৌথ উদ্যোগে চাঁদপুর জেলার সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয় ।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে —
১। বিএসটিআই হতে গুণগতমান যাচাই না করে এবং মান সনদ গ্রহণ না করে অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট পণ্য উৎপাদনের অপরাধে হাইওয়ে বেকারি উজানচর বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানটিকে বিএসটিআই আইন -২০১৮ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মোট ১,৬৫,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
২। ভাই ভাই জুয়েলার্স,বাঞ্ছারামপুর ব্রাহ্মণবাড়িয়া নামক প্রতিষ্ঠানটিকে
ডিজিটাল স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৮ ধারায় ২,০০০/- ( দুই হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
জনাব মোঃ নজরুল ইসলাম , সহকারী কমিশনার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট , উপজেলা প্রশাসন, বাঞ্ছারামপুর, ব্রাহ্মণবাড়িয়া এর নেতৃত্বে পরিচালিত এই মোবাইল কোর্টে প্রসিকিউটার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল, , ফিল্ড অফিসার (সিএম) ও জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট)।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস