#মোবাইল কোর্ট#
××বিএসটিআই, কুমিল্লা ××
(পণ্যের মান নিয়ন্ত্রন এবং ওজন ও পরিমাপ যাচাই )
অদ্য ২৩-০৮-২০২৩ খ্রি.তারিখে কুমিল্লা জেলা প্রসাশন ও বিএসটিআই, কুমিল্লা'র সমন্বয়ে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতারয় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব কানিজ ফাতেমা এর নেতৃত্বে কুমিল্লা জেলার আদর্শসদর উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে মেসার্স ৭১ সুইটস এন্ড বেকার্স, পুলিশ লাইন, কুমিল্লা নামীয় প্রতিষ্ঠাটি বিস্কুট, ব্রেড, কেক পণ্যসমূহের অনুকূলে বিএসটিআই হতে গুণগতমানের সিএম লাইসেন্স গ্রহণ না করে মিথ্যা তথ্য প্রদান করে বিক্রি/বিতরণের দায়ে টাকা ১০,০০০/- (দশ হাজার ) মাত্র জরিমানা করা হয়। অভিযানটিতে জনাব নিখিল রায়, ফিল্ড অফিসার (সিএম) প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস