মোবাইল কোর্ট
বিএসটিআই, কুমিল্লা।*
বিএসটিআই কুমিল্লা ও জেলা প্রশাসন নোয়াখালী এর যৌথ উদ্যোগে আজ বুধবার ২৩ আগস্ট ২০২৩ খ্রিঃ তারিখে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী এলাকায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুসারে আইসক্রিম পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ না করে বিক্রি ও বিতরণের অপরাধে নিউ পিপাসা আইসক্রিম ফ্যাক্টরী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা এবং আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংস উৎপাদনের অপরাধে এম এন গ্লোবাল ফুড প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জনাব মেহেরাব হোসাইন এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে প্রসিকিউটর হিসেবে মোঃ শাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস