বিএসটিআই, কুমিল্লা
মোবাইল কোর্ট
(পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং ওজন ও পরিমাপ যাচাই)
তারিখ: ২২.০১.২০২৪ খ্রি:
স্থান: দেবিদ্বার, কুমিল্লা।
অদ্য ২২.০১.২০২৪ খ্রি: তারিখে উপজেলা প্রশাসন, দেবিদ্বার কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা এর উদ্যোগে কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলায় একটি মোবাইল কোর্ট পরিচালিত হয়।
উক্ত মোবাইল কোর্টে
১। এম বি এস ব্রিকস, চরবাকর(চন্দ্রনগর), দেবিদ্বার, কুমিল্লা;
২। গোমতী ব্রিকস, বাখরনগর দেবিদ্বার, কুমিল্লা
৩। মেসার্স কে এম বি ব্রিকস, বেগমাবাদ, দেবিদ্বার, কুমিল্লা
এর উৎপাদিত ক্লে ব্রিকসের সাইজ(দৈর্ঘ, প্রস্থ, উচ্চতা) পরিমাপ করে সঠিক পাওয়া গেলেও ফ্রগ মার্কিং এর দৈর্ঘ বেশি পাওয়া যায়। আগামী সাত দিনের মধ্যে ডাইস পরিবর্তন করে ত্রুটি সমাধান করার জন্য সতর্ক করা হয়।
৪। খাজা ব্রিকস, চরবাকর(চন্দ্রনগর), দেবিদ্বার, কুমিল্লা
৫। মেসার্স ব্রাদার্স বিকস, বারুর, চন্দ্রনগর, দেবিদ্বার, কুমিল্লা এর উৎপাদিত ক্লে ব্রিকসের আগামী সাত দিনের মধ্যে সিএম লাইসেন্স গ্রহণের আবেদন করার নিদর্শ প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্টটি জনাব মো: রায়হানুল ইসলাম সহকারী কমিশনার (ভূমি), উপজেলা প্রশাসন, দেবিদ্বার কুমিল্লা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লা জেলা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন এবং জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) উক্ত মোবাইল কোর্টে উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেন।
জনস্বার্থে এধরনের মোবাইল কোর্ট কার্যক্রম অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস