অদ্য ২২-০২-২০২৪ খ্রিঃ তারিখে বাংলাদেশ রেস্তোরাঁ মালিক সমিতি, ব্রাহ্মণবাড়িয়া শাখা ও বিএসটিআই কুমিল্লা এর একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চেম্বার অব কমার্স, ব্রাহ্মণবাড়িয়া এর চেম্বার ভবন মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় ব্রাহ্মণবাড়িয়া চেম্বার অফ কমার্স এর সভাপতি ও সাধারণ সম্পাদক এবং রেস্তোরাঁ মালিক সমিতির সভাপতি সাধারণ সম্পাদক সহ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। বিএসটিআই কুমিল্লা অফিসের অফিস প্রধান জনাব কে এম হানিফ, উপপরিচালক(সিএম)এর সভাপতিত্বে আয়োজিত এই সভায় বিএসটিআই এর আওতাভুক্ত ২৭৩ টি পণ্য এর অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণ এবং পণ্য মোড়াকজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনায় সুইটমিট পণ্যের লাইসেন্স গ্রহণের বিষয়টি প্রাধান্য পায় এবং বিএসটিআই হতে সিএম লাইসেন্স ও পণ্য মোড়কজাতকরণ লাইসেন্স গ্রহণের আবেদনফর্ম সহ প্রয়োজনীয় কাগজপত্রের তালিকা প্রদান করা হয়। এসময় বিএসটিআইয়ের সম্মানিত স্টেকহোল্ডারগণ সুইটমিট পণ্যের লাইসেন্স গ্রহণ সংক্রান্ত বিষয়াদি সম্পর্কে অবগত হন এবং দ্রুত লাইসেন্স গ্রহণের বিষয়ে প্রত্যাশা ব্যক্ত করেন। বিএসটিআই, কুমিল্লা আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জনাব লুৎফুর রহমান, পরিদর্শক, জানাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার এবং জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার বিএসটিআই কুমিল্লা।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস