অদ্য ১৮-১২-২০২৩খ্রি: তারিখে কুমিল্লা জেলার আদর্শসদর উপজেলার বিভিন্ন এলাকায় জনাব নিখিল রায়, সহকারি পরিচালক (সিএম) ও জনাব মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) এর সমন্বয়ে একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়।বিএসটিআই'র সিএম লাইসেন্স বিহীন নিম্নবর্ণিত প্রতিষ্ঠানসমূহে এ অভিযান পরিচালনাপূর্বক লাইসেন্স নবায়ন /গ্রহণের পরামর্শ প্রদান করা হয়। (১) মেসার্স সৌদিয়া বেকারি, আলেখারচর (পন্য: বিস্কুট ) ; (২) মেসার্স সিহাদ অয়েল মিলস (পন্য:সরিষার তেল ); (৩) মেসার্স ন্যাশনার ফুড এন্ড বেভারেজ, বিসিক শি/ন (পণ্য: বিস্কুট ), (৪) মেসার্স এস বি ফুড, বিসিক শি/ন (পণ্য: হোয়াইট ব্রেড), (৫) মেসার্স রয়েল ফুডস, বিসিক শি/ন (পণ্য: সুইটমিটস), (৬) মেসার্স বিসমিল্লাহ মুড়ি মিলস, বিসিক শি/ন (পণ্য: মুড়ি)।জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস