🔶🔶বিএসটিআই, কুমিল্লা🔶🔶
*** কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় ঝুকিপূর্ণ ভাবে 🚫জ্বালানি তেল🚫 বিক্রি করায় ভ্রাম্যমাণ আদালত এর মাধ্যমে হিমাচল পরিবহনের হিমাচল পেট্রোল পাম্প সীলগালা***
০২ টি মামলায় ৬০,০০০/- (ষাট হাজার টাকা মাত্র) অর্থদন্ড।
.
১) মেসার্স হিমাচল পরিবহনের হিমাচল পেট্রোল পাম্প, আমতলী বিশ্বরোড,আদর্শ সদর, কুমিল্লা;( গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্টের পাশে) প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহন ব্যতীত ঝুকিপূর্ণ ভাবে ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরিমাপন যন্ত্র ব্যাবহার করায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মেশিনটি সীলগালা করা হয় এবং ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৩২(১)/৪৮ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
২) মেসার্স গোল্ডেন হাইওয়ে রেস্টুরেন্ট, আমতলী বিশ্বরোড, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটি বিএস্টিআই লাইসেন্স গ্রহন ব্যতীত দধি পন্য বিক্রয় বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় বিএসটিআই আইন -২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত কানিজ ফাতেমা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং দেবাশীষ সরকার, সহকারী কমিশনার,এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মো: হাফজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), এবং কাজী মো: শাহান, পরিদর্শক ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন জনাব আনিছুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি) এবং মো: শাহদত হোসেন,সহকারী পরিচালক (সিএম)
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস