*বিএসটিআই, কুমিল্লা
**মোবাইল কোর্ট**
✴বিএসটিআই হতে সনদ গ্রহন ব্যাতীত বেকারি পন্য উতপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় জরিমানা ✴
অদ্য ১৬-১০-২০২৪ খ্রিঃ তারিখে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মোবাইল কোর্ট পরিচালিত হয়। পরিচালিত মোবাইল কোর্টে
১। সিলভার ফুড, ওয়াপদা রোড, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রতিষ্ঠানটিকে পন্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বিস্কুট,পাউরুটি পন্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় ১০,০০০/- ( দশ হাজার টাকা ) জরিমানা করা হয়।
২। মুসলিম ফুড এন্ড বেকার, চৌদ্দগ্রাম বাজার, চৌদ্দগ্রাম, কুমিল্লা
প্রতিষ্ঠানটি বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ডিজিটাল স্কেল ব্যবহার করায় ৭,০০০/- (সাত হাজার টাকা) জরিমানা করা হয়।
উক্ত অভিযানে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করেন জনাব জাকিয়া সরয়ার লিমা,
সহকারী কমিশনার (ভূমি), চৌদ্দগ্রাম , কুমিল্লা ও প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কাজী মোঃ শাহান,
ফিল্ড অফিসার (সিএম) এবং
জনাব মোঃ হাফিজুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কুমিল্লা।
জনস্বার্থে বিএসটিআই, কুমিল্লা এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস