★★বিএসটিআই, কুমিল্লা★★
ভ্রাম্যমাণ আদালত (ওজন ও পরিমাপ যাচাই)
তারিখ: ১৬/০১/২০২৪ খ্রিঃ; স্থান: সদর, ফেনী।
০২ টি মামলায় ১৫,০০০/- (পনের হাজার টাকা মাত্র) অর্থদন্ড।
.
১) মেসার্স খায়ের মেশিনারি, ট্রাংক রোড, সদর, ফেনী; প্রতিষ্ঠানটি ৫ লিটার মেজার দিয়ে ল্যুব অয়েল পরিমাপে ১৭০ মি.লি কম প্রদান করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ২৯/৪৬ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
২) মেসার্স মুহুরী ফিলিং স্টেশন, লালপোল, ফেনী সদর, ফেনী; প্রতিষ্ঠানটি আন্ডারগ্রাউন্ড স্টোরেজ ট্যাংক এর ক্যালিব্রেশন চার্ট হালানাগাদ ব্যতীত জ্বালানী তেল সংরক্ষণে ব্যবহার করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৩২(৩)/৫২ ধারায় ১০,০০০/- (দশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত জনাব পূদম পুষ্প চাকমা, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং ভ্রাম্যমাণ আদালতে সার্বিক সহযোগিতা করেন জনাব কাজী মো: শাহান, ফিল্ড অফিসার (সিএম) ।
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস