বিএসটিআই, কুমিল্লা
মোবাইল কোর্ট
পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ।
আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া।
জরিমানা: ১,৩০,০০০/-
অদ্য ১৫-০৭-২০২৪ খ্রি. তারিখে, উপজেলা প্রশাসন, আখাউড়া, ব্রাহ্মণবাড়িয়া এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে, ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, জনাব গাজালা পারভীন রুহি একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব গাজালা পারভীন রুহি কর্তৃক উপজেলার লালবাজার ও সড়কবাজারে পরিচালিত মোবাইলকোর্টে মেসার্স তিতাস বেকারী প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যাবহার পূর্বক অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রি/বিতরণ করতে দেখা যায় বিধায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ২৭ ধারায় ৫০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উপজেলার সড়কবাজারে মেসার্স নিমাই মিষ্টান্ন ভান্ডার প্রতিষ্ঠানটিতে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত ও পণ্যের গুনগত মান যাচাই না করে অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক পণ্য উৎপাদন, বিক্রি/বিতরণ করতে দেখা যায় বিধায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ৩১ ধারায় ৮০,০০০/-টাকা অর্থদণ্ড প্রদান করা হয়
উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লা।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস