অদ্য ১৫ জানুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দ তারিখে বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক কুমিল্লা জেলা মিষ্টি প্রস্তুতকারক মালিক সমিতি এর সাথে একটি মতবিনিময় সভার আয়োজন করা হয়। উক্ত সভায় সুইটমিট পণ্যের গুণগত মান নিয়ন্ত্রণ এবং সঠিক ওজন ও পরিমাপ নিশ্চিত করার লক্ষ্যে বিএসটিআই হতে প্রদত্ত গুনগত মানসনদ ও মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করা হয়। এ ধরনের মতবিনিময় সভা আয়োজন করে পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ নিয়ন্ত্রণে দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদানের জন্য ব্যবসায়ীগণ বিএসটিআই কুমিল্লা অফিসের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। উপস্থিত থাকার জন্য সকলের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করে, দুর্নীতি প্রতিরোধ সকলের সহযোগিতা কামনা করে এবং সর্ববিষয়ে সহযোগিতার আশ্বাস প্রদান করে বিএসটিআই কুমিল্লা অফিসের অফিস প্রধান জনাব কে এম হানিফ, উপপরিচালক (সিএম) উক্ত মতবিনিময় সভার সমাপ্তি ঘোষণা করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস