অদ্য ১৪/০৩/২০২৪ খ্রি: তারিখে পবিত্র রমজান উপলক্ষে বাজার পরিদর্শনের অংশ হিসেবে বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন, ফেনীর যৌথ উদ্যোগে ফেনী সদর, ফেনীর ট্রাংক রোডের কাচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে বাজারে বিদ্যমান সকল দোকানের মূল্য তালিকা পর্যবেক্ষণের পাশাপাশি ডিজিটাল স্কেলের ওজন-পরিমাপ যাচাইকালে-
১।মো: সুমন (গোশত বিক্রেতা), বড় বাজার, ট্রাংক রোড, ফেনী এবং ২। মেসার্স বিজয় যুবরাজ লিটন (মাছ বিক্রেতা), বড় বাজার, ট্রাংক রোড, ফেনী এর ডিজিটাল ওজনযন্ত্রে ১ কেজি পরিমাপে যথাক্রমে ৫গ্রাম ও ১০গ্রাম কম প্রদান করেন। উক্ত অপরাধে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮' এর ৪৬ ধারা অনুযায়ী প্রতিষ্ঠান দু'টিকে যথাক্রমে ৩,০০০/- (তিন হাজার টাকা) ও ৪,০০০/- (চার হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর বিজ্ঞ সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব পূদম পুষ্প চাকমা এবং বিজ্ঞ সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব তানভীর আহমেদ এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব কাজী মো:শাহান, ফিল্ড অফিসার(সিএম) ও জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস