(পণ্যের মান নিয়ন্ত্রন এবং ওজন ও পরিমাপ যাচাই )
অদ্য ১১-০২-২০৪খ্রি. তারিখে কুমিল্লা জেলার লাকসাম উপজেলা প্রসাশন ও বিএসটিআই, কুমিল্লা'র সমন্বয়ে এবং বাংলাদেশ পুলিশের সহযোগিতায় উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মো: আব্দুল হাই সিদ্দিকী এর নেতৃত্বে কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত অভিযানে আলহ্বাজ আলতাফ আলী এন্ড সন্স, দৌলতগঞ্জ বাজার নামীয় প্রতিষ্ঠানটি আনলোটেড মটোর গ্যাসোলিন রেগুলার (কেরোসিন) প্রতি ৫ লিটারে ২০০ মিলি কম প্রদান করায় টাকা ২৫,০০০/-জরিমানা করা হয়। এছাড়াও মেসার্স বিবিএফ ব্রিকস, বাকাই এবং মেসার্স অনন্ত ব্রিকস, বিজরা বাজার প্রতিষ্ঠান দুটিকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা নিয়ন্ত্রন আইন, ২০১৩ অনুযায়ী টাকা ৯০,০০০/- জরিমানা করা হয় এবং আদালতের নির্দেশনা মোতাবেক দুটি ভাটার ক্লে ব্রিকস এর গুণগতমান পরীক্ষণের জন্য নমুনা সীল করে পরীক্ষাগারে প্রেরণ করা হয়। অভিযানটিতে আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট) প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন এবং জনাব নিখিল রায়, সহকারী পরিচালক (সিএম) কোর্টকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস