___ মোবাইল কোর্ট___
__ বিএসটিআই, কুমিল্লা __
অদ্য ১০/১১/২০২৪খ্রি: তারিখে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে
১। মেসার্স সোনালী ফিলিং স্টেশন, জাগুরঝুলি, আদর্শ সদর, কুমিল্লা নামীয় প্রতিষ্ঠানটি একটি অকটেন ও দুইটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের পরিমাপে কম প্রদান করায় ডিসপেন্সিং ইউনিট তিনটি ডিটেইন করা হয় এবং উক্ত প্রতিষ্ঠানকে 'ওজন ও পরিমাপ মানদন্ড আইন - ২০১৮' মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
২। হোটেল জমজম, শংকরপুর, আলেখার চর, আদর্শ সদর, কুমিল্লা প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে সুইটমিট ও ফার্মেন্টেড মিল্ক পঅণ্যের সিএম সনদ গ্রহণ না করায় এবং লাইসেন্স গ্রহণ সংক্রান্ত বিষয়ে মিথ্যা তথ্য প্রদান করায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন - ২০১৮' মোতাবেক ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে অংশগ্রহণ করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব শ্রী রতন কুমার দত্ত, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব ইকবাল আহাম্মদ, ফিল্ড অফিসার (সিএম), জনাব কাজী মো: শাহান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস