✪✪✪বিএসটিআই, কুমিল্লা✪✪✪
সার্ভিল্যান্স অভিযান
(পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণ)
সুইটমিট পণ্যের অনুকূলে বিএসটিআই হতে সিএম গ্রহণে উদ্বুদ্ধকরণসহ পণ্যের গুনগত মান নিয়ন্ত্রণের লক্ষ্যে আজ ০৯/০১/২০২৪ খ্রিঃ তারিখে ফেনী জেলার সদর ও দাগনভূঞা উপজেলায় একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে নিম্নোক্ত প্রতিষ্ঠান/বিক্রয়কেন্দ্র সমূহে বিএসটিআই কর্তৃক স্থানীয় পত্রিকায় প্রকাশিত সুইটমিট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স গ্রহণের নির্দেশনার কপি বিতরণ করা হয় এবং দ্রুত সিএম লাইসেন্স গ্রহণের পরামর্শ প্রদান করা হয়।
১. আর্ট সুইটস অ্যান্ড বেকার্স, বেতুয়া, দাগনভূঞা, ফেনী।
২. বিসমিল্লাহ সুপার বেকারি এন্ড সুইটস, বসুরহাট রোড, দাগনভূঞা, ফেনী।
৩. হাজির মিষ্টি মেলা, দাগনভূঞা বাজার, ফেনী।
৪. মিষ্টি বাজার, এসএসকে রোড, সদর, ফেনী।
৫. জলযোগ মিষ্টান্ন ভান্ডার এস এস কে, রোড সদর ফেনী।
৬. মধুমেলা ব্রেড এন্ড সুইটস, ট্রাঙ্ক রোড, সদর ফেনী।
৭. নিউ ফুলকলি সুইটস,মহিপাল, সদর, ফেনী।
৮. জলযোগ মিষ্টান্ন ভান্ডার, এসএসকে রোড, সদর, ফেনী।
৯. জয় গোপাল দধি ভান্ডার এন্ড সুইটস, মহিপাল, সদর, ফেনী।
১০. স্টার লাইন সুইটস, মহিপাল, সদর, ফেনী।
১১. জালালিয়া সুইটস, এসএসকে রোড, সদর, ফেনী।
১২. মক্কা ব্রেড এন্ড সুইটস, এসএসকে রোড, সদর, ফেনী।
১৩. হ্যাভেন বেকার্স, হাজারী রোড, সদর, ফেনী।
১৪. রসমেলা সুইটস, মহিপাল, সদর, ফেনী।
উক্ত অভিযানে বিএসটিআই কুমিল্লা এর কর্মকর্তা জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম) অংশগ্রহণ করেন।
জনস্বার্থে বিএসটিআই এর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস