Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৮/০৭/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লায় ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিস্তারিত

★★ বিএসটিআই, কুমিল্লা★★
★ভ্রাম্যমাণ আদালত★ জরিমানা- ১০,০০০/- ★
.
অদ্য ০৮/০৭/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও জেলা প্রশাসন, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-

১। মেসার্স ডায়না বেকারি, নিউ মার্কেট, কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, ব্রেড, চানাচুর ও বাদাম পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়। এবং
২। মেসার্স ইমানিয়া বেকারি, নিউ মার্কেট, কান্দিরপাড়, আদর্শ সদর, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে বিস্কুট, ব্রেড ও চানাচুর পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪১ ধারায় ৫,০০০/- (পাঁচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়।

https://www.somoyerkonthosor.com/post/2024/07/08/668c1a83e0214
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো: মেহেদি হাসান খান শাওন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতা করেন জনাব মো: ইকবাল আহম্মদ, ফিল্ড অফিসার (সিএম) এবং জনাব কাজী মো: শাহান, ফিল্ড অফিসার (সিএম)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে।


ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
10/07/2024
আর্কাইভ তারিখ
14/08/2024