★★ বিএসটিআই, কুমিল্লা★★
★কুমিল্লার দাউদকান্দিতে মেঘনা-গোমতি টোল প্লাজায় অনিয়ম★বিএসটিআইয়ের অভিযানে জরিমানা ২০,০০০/-
.
অদ্য ০৮/০১/২০২৫ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, দাউদকান্দি, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-
১। ইউডিসি কন্সট্রাকশন লি., মেঘনা-গোমতি টোল প্লাজা, দাউদকান্দি, কুমিল্লা; প্রতিষ্ঠানটিকে ০৪টি ডায়নামিক স্কেল এবং ০১টি ওয়েব্রীজ স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় এবং ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৮ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
.
একই দিনে অর্কিড এনার্জি লিমিটেড, চাঁদগাও, দাউদকান্দি, কুমিল্লা; এর বিএসটিআই হতে প্রদেয় ছাড়পত্র হালনাগাদ না থাকায় এবং প্ল্যান্টে ব্যবহৃত ১৪টি ফিলিং স্কেলের বৈধ ভেরিফিকেশন সনদ না থাকায় তাদেরকে এ সম্পর্কে মৌখিকভাবে সতর্ক করা হয় এবং দ্রুততম সময়ে প্রয়োজনীয় সনদগু
লো হালনাগাদ করার নির্দেশ দেয়া হয়।
উক্ত ভ্রাম্যমাণ আদালত দাউদকান্দি,কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব নাঈমা ইসলাম এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস