০৭-০৩-২০২২ তারিখে বিএসটিআই জেলা অফিস, কুমিল্লা ও জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর যৌথ উদ্যোগে ফেনী সদর উপজেলায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। এ সময় দেখা যায়, রিজন ইন্টারন্যাশনাল, উত্তর ডাক্তারপাড়া, সদর, ফেনী প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা লংঘণ করে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিক্রি/বিতরণ করছে এবং আদালতে বিএসটিআই, কুমিল্লা অফিসের এর ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ খাইরুল ইসলাম অভিযোগ দাখিল করলে প্রতিষ্ঠানকে ২৫,০০০.০০ (পঁচিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ শাহিন আলম প্র্রতিষ্ঠানটিকে এই দণ্ড প্রদান করেন।
একই দিনে পরিচালিত অপর একটি ভ্রাম্যমান আদালতে বাংলা ড্রিংকিং ওয়াটার, মনির উদ্দিন সড়ক, পাঠানবাড়ী রোড, সদর , ফেনী প্রতিষ্ঠানটি বিএসটিআই আইন-২০১৮ এর ৩১ ধারা লংঘণ করে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত অবৈধভাবে বিএসটিআই মানচিহ্ন ব্যবহার করে প্যাকেজড ড্রিংকিং ওয়াটার বিক্রি/বিতরণ করায় বিএসটিআই, কুমিল্লা অফিসের এর ফিল্ড অফিসার (সিএম) জনাব মোঃ খাইরুল ইসলাম অভিযোগ দাখিল করলে প্রতিষ্ঠানকে ৩০,০০০.০০ (ত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জেলা প্রশাসকের কার্যালয়, ফেনী এর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব মোঃ কামরুল হাসান প্র্রতিষ্ঠানটিকে এই দণ্ড প্রদান করেন।
বিএসটিআই কুমিল্লা অফিসের এই অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস