বিএসটিআই, কুমিল্লা
*মোবাইল কোর্ট*
(পণ্যের গুণগত মান এবং ওজন ও পরিমাপ যাচাই সংক্রান্ত )
অদ্য ০৬-১০-২০২৪খ্রি. তারিখ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায় বিভিন্ন এলাকায় একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
মোবাইল কোর্ট সংক্রান্ত কার্যক্রম নিম্নরুপ:
১. বিসমিল্লাহ জুয়েলার্স, হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানের ব্যবসায়িক কাজে ব্যবহৃত ডিজিটাল স্কেল এর ভেরিফিকেশন সার্টিফিকেট হালনাগাদ না থাকায় ১০০০/- টাকা জরিমানা করা হয়।
২. বিশাল শপিং সেন্টার, হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর পণ্যমোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ ব্যতীত বাদাম, ডাল, কিসমিস, মসলা পণ্য মোড়কজাত ও বাজারজাত করায় ৩০০০/- টাকা জরিমানা করা হয়।
৩. চাঁদের হাট, হাজীগঞ্জ বাজার, হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানটি বিএসটিআই কর্তৃক নিষিদ্ধ স্কিনক্রীম পণ্য বিক্রয় করায় ১০,০০০/- টাকা জরিমানা করা হয়।
৪. মনির ফিলিং স্টেশন, হাজীগঞ্জ, চাঁদপুর প্রতিষ্ঠানের একটি অকটেন ও একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের পরিমাপ সঠিক পাওয়া যায়।
উক্ত অভিযানে পরিচালনা করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব রিফাত জাহান, সহকারী কমিশনার (ভূমি), হাজীগঞ্জ, চাঁদপুর এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আবু শিহাব মোহাম্মদ ইমতিয়াজ, পরিদর্শক (মেট্রোলজি)। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস