অদ্য ০৫.০৩.২০২৪ খ্রি. তারিখে চাঁদপুর জেলার বিভিন্ন উপজেলায় বিএসটিআই কুমিল্লা অফিস কর্তৃক একটি সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে –
আবেদন সংগ্রহ ০৬ টি-
১। মেসার্স বিবিএম ব্রিক্স, সদর, চাঁদপুর ।
২। মেসার্স ফয়সাল ব্রিক্স, সদর, চাঁদপুর ।
৩। জেনিথ সুইটস, সদর, চাঁদপুর ।( সুইটমিট)
৪। সুনন্দা কেবিন, সদর, চাঁদপুর ।( দধি)
৫। দুলাল কেবিন, সদর, চাঁদপুর ।( দধি)
৬। যুগল কেবিন, সদর, চাঁদপুর ।( দধি)
কারখানা পরিদর্শন ০৫ টি -
১। আলী বেকারি, সদর চাঁদপুর ।
২। মৌসুমী সুইটস, সদর চাঁদপুর ।
৩। মুসলিম সুইটস, সদর চাঁদপুর।
৪। রস বিলাস , সদর চাঁদপুর।
৫। পেষ্ট্রি বক্স, হাজীগঞ্জ চাঁদপুর।
অভিযানটি বিএসটিআই, কুমিল্লা জেলা অফিসের জনাব মোঃ আমিনুল ইসলাম শাকিল , ফিল্ড অফিসার (সিএম) কর্তৃক পরিচালিত হয় । জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস