Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
০৪/১১/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিস্তারিত

★★ বিএসটিআই, কুমিল্লা★★

★ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে স্বর্ণের দোকান ও সরিষার তেলের কারখানায় অনিয়ম★বিএসটিআইয়ের অভিযানে জরিমানা ১,৪০,০০০/-

.
অদ্য ০৪/১১/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, নবীনগর,ব্রাহ্মণবাড়িয়া এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-

১। মেসার্স ডিলার অয়েল মিল, রসুল্লাবাদ বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; (বিবাদী: মো: লিটন, বয়স ৪৫ বছর, পিতা-মৃত আবদুল কাদের) প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে 'সরিষার তেল' পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪১ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
২। মেসার্স সরকার অয়েল মিল, রসুল্লাবাদ বাজার, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; (বিবাদী: মো: জহুরুল ইসলাম, বয়স:৪৫ বছর; পিতা- মো: লালন মিয়া) প্রতিষ্ঠানটিকে মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে 'সরিষার তেল' পণ্য প্রস্তুত, মোড়কজাত ও বাজারজাত করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪১ ধারায় ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
৩। মেসার্স আল্পনা জুয়েলার্স, কোর্ট রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; (বিবাদী: অশীত দাস, বয়স:৪৮ বছর; পিতা- অনীল চন্দ্র দাস ) প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৯ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
৪। মেসার্স আনন্দ জুয়েলার্স, কোর্ট রোড, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া; (বিবাদী: পরিমল বর্মন, বয়স:৫৩ বছর; পিতা- ড. নিত্যানন্দ বর্মন ) প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৯ ধারায় ২০,০০০/- (বিশ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: আবু মুছা এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2024
আর্কাইভ তারিখ
05/12/2024