অদ্য ০৪-০৭-২০২৪ খ্রি. তারিখে, উপজেলা প্রশাসন, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, জনাব স. ম. আজহারুল ইসলাম এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সৈয়দ ফারহানা পৃথা দুইটি পৃথক মোবাইল কোর্ট পরিচালনা করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব স. ম. আজহারুল ইসলাম কর্তৃক উপজেলার হাজী মার্কেট ও রশিদ মার্কেটে পরিচালিত মোবাইলকোর্টে মেসার্স শরীফ কসমেটিকস ও এমি কসমেটিক ও গিফট কর্নার নামক দুইটি প্রতিষ্ঠানকে নিষিদ্ধ ও ক্ষতিকর ত্বক ফর্সাকারী ক্রিম বিক্রয় এর দায়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় অভিযোগ দায়ের করা হলে প্রতিটি প্রতিষ্ঠানকে ১০,০০০/- টাকা করে মোট ২০,০০০/- টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
উপজেলার সাহেদাবাদে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব সৈয়দ ফারহানা পৃথা পরিচালিত অপর একটি মোবাইলকোর্টে, আলবরিয়া বেকারী, সাহেদাবাদ, ব্রাহ্মণপাড়া, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে বিএসটিআই হতে সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত মান চিহ্ন ব্যাবহার পূর্বক অপরিষ্কার ও অস্বাস্থ্যকর পরিবেশে ব্রেড, বিস্কুট ও কেক পণ্য উৎপাদন, বিক্রি/বিতরণ করতে দেখা যায় বিধায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন আইন-২০১৮ এর ২৭ ধারায় ৩০,০০০/-টাকা অঅর্থদণ্ড প্রদান করা হয়।
উক্ত মোবাইল কোর্ট অভিযানদ্বয়ে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লা।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস