বিএসটিআই, কুমিল্লা
মোবাইল কোর্ট
পন্যের গুণগত মান নিয়ন্ত্রণ
কসবা, ব্রাহ্মণবাড়িয়া।
জরিমানা: ৫০,০০০/-
অদ্য ০২-০১-২০২৫ খ্রি. তারিখে, উপজেলা প্রশাসন, কসবা, ব্রাহ্মণবাড়িয়া এবং বিএসটিআই জেলা অফিস কুমিল্লা এর সমন্বয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলায় বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি), জনাব মোঃ গোলাম সরওয়ার একটি মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন।
বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলাম সরওয়ার কর্তৃক উপজেলার কদমতলী ও মঈনপুর এলাকায় মোবাইলকোর্ট পরিচালনাকালে ভিআইপি ফ্রেশ বেকারি কদমতলী কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানটিকে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিস্কুট, কেক ও ব্রেড পণ্যে উৎপাদন করতে দেখা যায়। প্রতিষ্ঠানটি বিএসটিআই হতে পন্যের মান যাচাই ও লাইসেন্স গ্রহণ ব্যতীত মানচিহ্ণ ব্যবহার করার দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরবর্তীতে উপজেলার মঈনপুরে পরিচালিত অপর একটি অভিযানে বিসমিল্লাহ ব্রেড এন্ড কনফেকশনারী, মইনপুর কসবা ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠানটিতে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে পণ্যের মান যাচাই লাইসেন্স গ্রহণ ব্যতীত মানহিহ্ণযুক্ত ব্রেড, বিস্কুট ও কেক উৎপাদন ও বিক্রির দায়ে বিএসটিআই আইন ২০১৮ এর ২৭ ধারা মোতাবেক ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মানসম্মত উৎপাদন পরিবেশ নিশ্চিতকরে বিএসটিআই হতে পণ্যের গুণগত মান যাচাইপূর্বক লাইসেন্স গ্রহণ করে পণ্য উৎপাদন করার নির্দেশনা প্রদান করেন বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উক্ত মোবাইল কোর্ট অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম), বিএসটিআই, কুমিল্লা।
জনস্বার্থে এ ধরণের অভিযান চলমান থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস