সার্ভিল্যান্স অভিযান
০১/০৪/২০২৪ খ্রিঃ তারিখে কুমিল্লা সিটি কর্পোরেশনের ইপিজেড ও পদুয়ার বাজার বিশ্বরোড এলাকার ২৫টির অধিক কসমেটিক দোকানে ক্ষতিকর ত্বক ফর্সাকারী স্কিনক্রিম এর বিষয়ে সচেতনতামূলক সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করা হয়। এসময় বিএসটিআই কর্তৃক নিষিদ্ধকৃত স্কিন ক্রিম সমূহের তালিকা, ক্ষতির কারণ ও নেতিবাচক প্রভাব সংবলিত লিফটেট বিতরণ করা হয় এবং দোকান সমূহে এসম্পর্কিত স্টিকার য়লাগানো হয়। উক্ত অভিযানে নেতৃত্ব প্রদান করেন বিএসটিআই কুমিল্লা অফিসের অফিস প্রধান ও উপপরিচালক(সিএম) জনাব কে এম হানিফ। অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব আফসানা হোসেন, ফিল্ড অফিসার (সিএম), জনাব কাজী মোঃ শাহান, ফিল্ড অফিসার (সিএম) ও জনাব আমইনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।
জনস্বার্থে বিএসটিআই এর এই ধরণের অভিযান অব্যাহত থাকবে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস