অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে নকল কুলসন ব্রান্ডের সেমাই তৈরির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা ও কারখানার উৎপাদন বন্ধ।
---------------------------------------
বিএসটিআই কুমিল্লা ও উপজেলা প্রশাসন সদর দক্ষিণ, কুমিল্লা এর যৌথ উদ্যোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা বাজার এলাকায় আজ সোমবার ৪ মার্চ ২০২৪ তারিখে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। উক্ত আদালতে বিএসটিআই আইন, ২০১৮' এর সংশ্লিষ্ট ধারা অনুসারে ভার্মিচিলি(সেমাই ) পণ্যের অনুকূলে সিএম সনদ গ্রহণ না করে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে কুলসন ব্রান্ড হুবহু নকল করে পণ্য উৎপাদন, বিক্রি ও বিতরণের অপরাধে বৈশাখী ফুড এন্ড ওয়েল মিলস প্রতিষ্ঠানের বিরুদ্ধে ০১ টি মামলা দায়ের করা হয় এবং প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা ও প্রতিষ্ঠানের উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
উক্ত মোবাইল কোর্টে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব রুবাইয়া খানম উপস্থিত ছিলেন। বিএসটিআই'র পক্ষে নেতৃত্ব প্রদান করেন উপ-পরিচালক ও অফিস প্রধান জনাব কেএম হানিফ। প্রসিকিউটর হিসেবে বিএসটিআই কুমিল্লার কর্মকর্তা জনাব মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী পরিচালক (মেট্রোলজি) ও জনাব মোঃ শাহিদুল ইসলাম, ফিল্ড অফিসার (সিএম) দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস