বিএসটিআই, কুমিল্লা।
ভ্রাম্যমাণ আদালত (ওজন ও পরিমাপ যাচাই এবং পণ্য মোড়কজাতকরণ)
তারিখ: ০৫.০৬.২০২৩ খ্রিঃ, রোজ সোমবার।
অদ্য ০৫.০৬.২০২৩ খ্রিঃ তারিখে কুমিল্লা জেলার লালমাই উপজেলার ভুশ্চি বাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে -
১। মেসার্স রুবেল ফলের দোকান, ২। মেসার্স ইসলামিয়া ফলের দোকান, ৩। মেসার্স মিজান ফলের দোকান, ৪। মেসার্স কৃষাণ এন্টারপ্রাইজ, ৫। মেসার্স শাহাদাত এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানগুলো ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যাতীত ডিজিটাল ওজন যন্ত্র বাণিজ্যিক কাজে ব্যবহার করায় "ওজন ও পরিমাপ মানদন্ড আইন-২০১৮ এর ৪৮ ধারায় যথাক্রমে ৫০০/- (পাঁচশত)টাকা, ১০০০/- (এক হাজার) টাকা, ১০০০/- (এক হাজার) টাকা, ২০০০/- (দুই হাজার) টাকা এবং ১০০০/- (এক হাজার) টাকা জরিমানা করা হয়।
৬। মেসার্স ভাই ভাই মিষ্টি ভান্ডার প্রতিষ্ঠানটি পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে ফার্মেন্টেড মিল্ক এবং রসমালাই উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় একই আইনের ৪১ ধারায় ২,০০০/- (দুই হাজার) টাকা জরিমানা করা হয়।
৭। মেসার্স মায়ের দোয়া বেকারী পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ না করে অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, কেক এবং ব্রেড উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় একই আইনের ৪১ ধারায় ২০,০০০/- (বিশ হাজার) টাকা জরিমানা করা হয়।
উক্ত ভ্রাম্যমান আদালত কুমিল্লা জেলার লালমাই উপজেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব নাছরীন আক্তার এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে জনাব আরিফ উদ্দিন প্রিয়, পরিদর্শক (মেট্রোলজি), বিএসটিআই, কুমিল্লা দায়িত্ব পালন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস