মোবাইল কোর্ট
বিএসটিআই, কুমিল্লা।*
বিএসটিআই কুমিল্লা ও উপজেলা প্রশাসন, চান্দিনা, কুমিল্লা এর যৌথ উদ্যোগে অদ্য ২৫ জুলাই ২০২৩ খ্রিঃ তারিখে কুমিল্লার চান্দিনা উপজেলা সদরে একটি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। উক্ত ভ্রাম্যমান আদালতে সিএম লাইসেন্স গ্রহণ না করে ড্রিংকিং ওয়াটার বিক্রি ও বিতরণের অপরাধে বিএসটিআই আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুসারে আংশিক বেলাশ্বর এলাকার নূর ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমান আদালতের উপস্থিতি টের পেয়ে হারং এলাকার নিশান ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠান তালাবদ্ধ করে মালিকপক্ষ পালিয়ে যান। বিএসটিআই কুমিল্লার অফিস প্রধান ও উপপরিচালক(সিএম) জনাব কে এম হানিফ মহোদয়ের একান্ত দিক নির্দেশনায় এবং বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) জনাব উম্মে হাবিবা মজুমদার এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমান আদালতে বিএসটিআই কুমিল্লার ফিল্ড অফিসার মোঃ শাহিদুল ইসলাম প্রোসিকিউটিং অফিসারের দায়িত্ব পালন করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনায় সহযোগিতা করেন বিএসটিআই কুমিল্লার সহকারী পরিচালক জনাব মোঃ শাহাদত হোসেন। বাংলাদেশ পুলিশের একটি টিম ও আনসার বাহিনীর সদস্যরা আদালতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস