Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ১৩/০৩/২০২৪ খ্রী: তারিখে বিএসটিআই,কুমিল্লা ও জেলা প্রশাসক কার্যালয় , কুমিল্লা এবং র‍্যাবের সম্মিলিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।
বিস্তারিত

অদ্য ১৩/০৩/২০২৪ খ্রী: তারিখে বিএসটিআই,কুমিল্লা ও জেলা প্রশাসক কার্যালয় , কুমিল্লা এবং র‍্যাবের সম্মিলিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়।

উক্ত মোবাইল কোর্টে

১। মিজান এগ্রো ফুড প্রোডাক্টস লিমিটেড, বিসিক শিল্প নগরী, চৌদ্দগ্রাম ,কুমিল্লা
প্রতিষ্ঠানটি অত্যন্ত নোংরা , অস্বাস্থ্যকর এবং মানব স্বাস্থ্যের জন্য ঝুকিপুর্ন পরিবেশে সফট ড্রিংকস পাউডার উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে সীলগালা করে দেওয়া হয় এবং প্রতিষ্ঠানে থাকা আনুমানিক সাড়ে তিন লক্ষ টাকার মালামাল জব্দ করে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে জব্দকৃত মালামাল সাইফুল ইসলাম,প্যানেল মেয়র, চৌদ্দগ্রাম, কুমিল্লা এর জিম্মায় রেখে আসা হয়।

২। মিয়াজী এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ, বিসিক শিল্প নগরী, চৌদ্দগ্রাম ,কুমিল্লা

https://www.bd-pratidin.com/country/2024/03/14/976094
প্রতিষ্ঠানটি পন্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহন ব্যাতীত চাল পন্য মোড়কজাত ও বাজারজাত করে এবং বিএসটিআই ভেরিফিকেশন সনদ গ্রহন ব্যাতীত একটি ট্রাকওয়ে ব্রীজ স্কেল বানিজ্যিক কাজে ব্যাবহার করায় প্রতিষ্ঠানটিকে ২,০০,০০০/-(দুই লক্ষ টাকা) জরিমানা করা হয়।

৩। বে ফুড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, বিসিক শিল্প নগরী, চৌদ্দগ্রাম ,কুমিল্লা
প্রতিষ্ঠানটি পন্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহন ব্যাতীত চাল পন্য মোড়কজাত ও বাজারজাত করে
প্রতিষ্ঠানটি পন্য মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহন ব্যাতীত বিস্কুত, ব্রেড, কেক, ফার্মেণ্টেড মিল্ক, রসমালাই পন্য উৎপাদন, মোড়কজাত ও বাজারজাত করায় প্রতিষ্ঠানটিকে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার টাকা) জরিমানা করা হয়।


উক্ত মোবাইলকোর্ট পরিচালনা করেন করেন ফাহরিয়া ইসলাম, বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনা্‌ জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা এবং প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মো: হাফিজুর রহমাম, পরিদর্শক (মেট্রোলজি) এবং সার্বিক সহযোগিতায় ছিলেন মোহাম্মদ আনিছুর রহমান, সহকারী পরিচালক(মেট্রোলজি)

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

https://www.bd-pratidin.com/country/2024/03/14/976094

ছবি
ডাউনলোড
প্রকাশের তারিখ
14/03/2024
আর্কাইভ তারিখ
11/04/2024