Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
অদ্য ০৫/১১/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, চান্দিনা, কুমিল্লা এর যৌথ উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
বিস্তারিত

বিএসটিআই, কুমিল্লা
মোবাইল কোর্ট

.
অদ্য ০৫/১১/২০২৪ খ্রি: তারিখে বিএসটিআই, কুমিল্লা ও উপজেলা প্রশাসন, চান্দিনা, কুমিল্লা এর যৌথ উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে-

১। মেসার্স আরোহি জুয়েলার্স,চান্দিনা মধ্যবাজার, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৫ ধারায় ২,০০০/- (দুই হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;
২। মেসার্স রাধিকা জুয়েলার্স,চান্দিনা মধ্যবাজার, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৫ ধারায় ১,৫০০/- (এক হাজার পাঁচশত টাকা) অর্থদণ্ড করা হয়;
৩। মেসার্স সাহা জুয়েলার্স,চান্দিনা মধ্যবাজার, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৫ ধারায় ২,০০০/- (দুই হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;

৪| মেসার্স নিশিতা জুয়েলার্স,চান্দিনা মধ্যবাজার, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে মেট্রিক পদ্ধতির একক 'গ্রাম' ব্যবহার না করে ভরি,আনা, রতি তে স্বর্ণ পরিমাপ ও বিক্রয় করায় ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৫ ধারায় ৫,০০০/- (পাচ হাজার টাকা) অর্থদণ্ড করা হয়;

৫| মেসার্স আসাদ স্টোর, চান্দিনা মধ্যবাজার, চান্দিনা, কুমিল্লা প্রতিষ্ঠানটিকে ভেরিফিকেশন সনদ গ্রহণ না করে ডিজিটাল স্কেল ব্যবহার করার অপরাধে ''ওজন ও পরিমাপ মানদন্ড আইন -২০১৮" এর ৪৮ ধারায় ৫০০/- (পাঁচশত টাকা) অর্থদণ্ড করা হয়;
.
উক্ত ভ্রাম্যমাণ আদালত চান্দিনা,কুমিল্লা এর বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জনাব মো: তাছবীর হোসেন এর নেতৃত্বে পরিচালিত হয়। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই, কুমিল্লা অফিসের কর্মকর্তা জনাব মোঃ লুৎফুর রহমান , পরিদর্শক (মেট্রোলজি) এবং জনাব মো: আমিনুল ইসলাম শাকিল, ফিল্ড অফিসার (সিএম)।
.
জনস্বার্থে এই ধরনের অভিযান চলমান থাকবে

ডাউনলোড
প্রকাশের তারিখ
05/11/2024
আর্কাইভ তারিখ
05/12/2024